বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভর মুখে ভোল পাল্টালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো। শুরু থেকেই মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের সমর্থন করে আসলেও এবার তিনি বলেছেন, কার্টুন প্রকাশের কারণে মুসলিমদের ব্যথিত হওয়ার বিষয়টি তিনি অনুধাবন করছেন।
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে বেশ কয়েক দফা অবমাননার জেরে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে।
দেশে দেশে অব্যাহতভাবে চলছে বিক্ষোভ।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরব, তুরস্কসহ বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।
এছাড়া ফরাসি পণ্য বয়কটেরও ডাক দিচ্ছেন অনেকে।
দেশে দেশে এমন তীব্র প্রতিক্রিয়ার মুখে এবার সুর নরম করলেন ফরাসি প্রেসিডেন্ট।
মহানবী (স.) অবমাননা করে কার্টুন প্রকাশ করলে তাতে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগে, বিষয়টি তিনি বোঝেন বলে মন্তব্য করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, মুসলমানদের অনুভূতির প্রতি আমি সম্মান জানাই।
তিনি দাবি করেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর তাই সবাই এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে।
তিনি বলেন, মানুষ ভেবেছে আমি কার্টুনটাকে সমর্থন করেছি, আসলে তা নয়।
মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের পরিকল্পনা ফ্রান্স সরকারের ছিলো না, বরং একটি একটি বেসরকারি স্বাধীন সংবাদপত্র এই কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। কাজ এটি।
যদিও এর আগে ক্লাসরুমে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর নিহত ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেছিলেন, হযরত মোহাম্মদকে সা. নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না।