যেসব দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে সেসকল দেশের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, দেশে টিকা এলে, তা পাওয়ার ক্ষেত্রে চিকিৎসক, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুলশিক্ষকেরা অগ্রাধিকারের তালিকায় থাকবেন।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ে ফান্ড আছে। সেই সঙ্গে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করব।
ভ্যাকসিন নিয়ে যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের সঙ্গে দ্রুত সময়ের মধ্যেই সমঝোতা স্মারক (এমইইউ) সই হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, সবাই একবারে ভ্যাকসিন পাবেন না। গ্রুপ করে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন আসার কয়েক দিনের মধ্যেই ক্যাটাগরি ঠিক করা হবে।
দেশে ভ্যাকসিন আসার পর ফ্রন্টলাইনাররা তা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।
এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল মেনে যারা ফ্রন্ট লাইনার, তাদের অগ্রাধিকার দেয়া হবে।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।