সাংসারিক কাজে বাড়ির বাইরে ছিলেন চাচা। ঘরে ঘুমাচ্ছিলেন চার সন্তানের জননী ভুক্তভোগী নারী (৫২)। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশী সফিকুল (৩৭) ঘরের দরজায় কড়া নাড়ে। স্বামী এসেছে ভেবে দরজা খুলে দেন তিনি।
দরজা খুলতেই চাচিকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়ে সফিকুল।
পরে চাচির মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
মুখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।
কালীগঞ্জ থানার এসআই মো. নেছার উদ্দিন জানান, ঘটনার পর শনিবার রাতে ভুক্তভোগী চার সন্তানের জননী চাচি বাদী হয়ে মামলা করেছেন।
ঘটনার পর থেকে আসামি সফিকুল ইসলাম পলাতক রয়েছে। সে একই গ্রামের ঝুমুর উদ্দিন বেপারীর ছেলে।