ঘরে ঢুকে মা দেখলেন মেয়েকে ধর্ষণ করছে সৎবাবা
বাগেরহাটে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার ভোরে অভিযুক্ত সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইবাদত শেখ (৩১) বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামের গাউস শেখের ছেলে। সে পেশায় ছাগল ব্যবসায়ী।
মামলার এজাহারের জানা গেছে, ওই কিশোরীর মা প্রথম স্বামীকে তালাক দেন। তার দ্বিতীয় স্বামী মারা যাবার পর প্রায় দুই বছর আগে ইবাদত শেখকে বিয়ে করেন। বাবার মৃত্যুর পর ভুক্তভোগী কিশোরীর মায়ের সঙ্গে থাকত। ইবাদত ওই বাড়িতে আসা-যাওয়া করতেন। ঘটনার রাতে বাড়িতে ওই কিশোরী একা ছিল। এই সুযোগে সৎবাবা তাকে ধর্ষণ করেন।
হঠাৎ তার মা বাড়িতে এসে ঘরে ঢুকেই ওই দৃশ্য দেখে ফেলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে তার তৃতীয় স্বামী ইবাদতকে আসামি করে মামলা করেছেন।
রোববার ভোরে পুলিশ ইবাদতকে আটক করে।
সদর হাসপাতালের তিন সদস্যের নারী চিকিৎসকদের মেডিকেল বোর্ড ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।