তুহিনুজ্জামান: চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র কটূক্তি করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ এর ব্যানারে জীবননগরের সাধারণ মুসল্লিদের একটি মিছিল বৃষ্টি উপেক্ষা করে মুক্ত মঞ্চে অবস্থান করেন।
ফ্রান্সের ম্যাক্র কর্তৃক রাসুলুল্লাহ সঃ এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্মোগান দিয়ে বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ সাইফুল্লাহসহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের খান, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি লুৎফুর সরকার, জীবননগর ওলামা পরিষদের সভাপতি মাওঃ মাহবুবুর রহমান গওহরী ও সম্পাদক মাওঃ ইকবাল হুসাইন।
আলোচনা শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।