সরকার-বিরোধী আন্দোলনে হামলা হলে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অস্ত্র নিতে পারলে আমরাও অস্ত্র হাতে নিতে পারি।
মরহুম বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আরও বলেন, আমাদের বাবারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, প্রয়োজনে আমরাও আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেবো।
হামলা ও নির্যাতনকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না ছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশে মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকারকে জনগণের সমর্থন যাচাইয়ের আহ্বান জানান।