বিকাল ৫:১৭ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম খেলা এক হাজার ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল

এক হাজার ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল

লিখেছেন adib jamal
Spread the love

 

ণইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টি-২০’র ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে প্রথম সাত ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছিল কিংস ইলাভেন পাঞ্জাব। পরে একাদশে ঠাঁই পেয়েই নিজের জাত চিনিয়ে দিলেন। প্রতি ম্যাচেই তার পিটুনিতে বিধ্বস্ত হচ্ছে প্রতিপক্ষের বোলাররা।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও রীতিমতো ঝড় তুললেন গেইল। তুলোধুনো করলেন রাজস্থান রয়্যালসের স্টোকস-আর্চারদের।

যদিও এক রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৬৩ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৯৯ রান করেছেন আজ। তবে ক্যারিবীয় এই জায়ান্টের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মিটিয়ে দিতে পারে একটি রেকর্ড। তাহলো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়লেন গেইল।

শুক্রবারের ম্যাচ খেলার আগে গেইলের ব্যাট থেকে এসেছিল ৯৯৩টি ছক্কা। ধারণা করা হচ্ছিল, পরবর্তী ২ মাচেই মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি।

কিন্তু ভক্তদের আর বেশি অপেক্ষায় রাখলেন না গেইল। শুক্রবারে ৮ ছক্বা হাঁকিয়ে ফ্রাঞ্চাইজি টি-২০ ফরম্যাটে ১০০১ বার বল উড়িয়ে সীমানা পার করার অনন্য কীর্তি গড়লেন।

এদিকে তারই স্বদেশী কাইরন পোলার্ডের ছয়ের সংখ্যা ৬৯০। এ জন্য তিনি ম্যাচ খেলেছেন ৫২৪টি। ৩৭০ মাচে ৪৮৫ ছক্কা হাকিয়ে তালিকার তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককলাম। চারে থাকা শেন ওয়াটসনের ছয়ের সংখ্যা ৪৬৭ আর ৪৪৭ ছক্কা হাকিয়ে শীর্ষ পাঁচের শেষে আছেন আন্দ্রে রাসেল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টি-২০’র ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে প্রথম সাত ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছিল কিংস ইলাভেন পাঞ্জাব। পরে একাদশে ঠাঁই পেয়েই নিজের জাত চিনিয়ে দিলেন। প্রতি ম্যাচেই তার পিটুনিতে বিধ্বস্ত হচ্ছে প্রতিপক্ষের বোলাররা।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও রীতিমতো ঝড় তুললেন গেইল। তুলোধুনো করলেন রাজস্থান রয়্যালসের স্টোকস-আর্চারদের।

যদিও এক রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৬৩ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৯৯ রান করেছেন আজ। তবে ক্যারিবীয় এই জায়ান্টের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মিটিয়ে দিতে পারে একটি রেকর্ড। তাহলো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়লেন গেইল।

শুক্রবারের ম্যাচ খেলার আগে গেইলের ব্যাট থেকে এসেছিল ৯৯৩টি ছক্কা। ধারণা করা হচ্ছিল, পরবর্তী ২ মাচেই মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি।

কিন্তু ভক্তদের আর বেশি অপেক্ষায় রাখলেন না গেইল। শুক্রবারে ৮ ছক্বা হাঁকিয়ে ফ্রাঞ্চাইজি টি-২০ ফরম্যাটে ১০০১ বার বল উড়িয়ে সীমানা পার করার অনন্য কীর্তি গড়লেন।

এদিকে তারই স্বদেশী কাইরন পোলার্ডের ছয়ের সংখ্যা ৬৯০। এ জন্য তিনি ম্যাচ খেলেছেন ৫২৪টি। ৩৭০ মাচে ৪৮৫ ছক্কা হাকিয়ে তালিকার তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককলাম। চারে থাকা শেন ওয়াটসনের ছয়ের সংখ্যা ৪৬৭ আর ৪৪৭ ছক্কা হাকিয়ে শীর্ষ পাঁচের শেষে আছেন আন্দ্রে রাসেল।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More