দুপুর ১২:৪৬ বৃহস্পতিবার ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ১লা রমজান, ১৪৪৪ হিজরি

হোম ফিচার মহানবী (স.) কার্টুন: এবার রাশিয়ার ক্ষোভের মুখে ফ্রান্স

মহানবী (স.) কার্টুন: এবার রাশিয়ার ক্ষোভের মুখে ফ্রান্স

লিখেছেন adib jamal
Spread the love

ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

রাশিয়ান বার্তা সংস্থা রিয়ানোভোস্তির বরাতে পার্স টুডের খবরে বলা হয়েছে, দেশটি বলেছে, রাশিয়ার দৃষ্টিতে কোনো ধর্মবিশ্বাসের প্রতি অবমাননা এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, ইসলামের নবী মোহাম্মদ (সা.) কে অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে।

সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এরপর এক হামলায় তিনি নিহত হন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন। এছাড়া ইসলাম ধর্ম নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তার দেশে এই ধরণের কার্টুন ছাপা বন্ধ হবে না।

তার এই বক্তব্যে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।

এরআগে ম্যাঁক্রো একথাও বলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোর ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ।

এরমধ্যেই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের ইসলামবিরোধী তৎপরতার প্রতিবাদ জানালো রাশিয়া।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More