ছাদবাগান করেন অভিনেত্রী জয়া আহসান। ছাদ ও ব্যালকনির সেই বাগানে এবার বাম্পার ফলন হয়েছে সবজি ও ফলের। বাগানের মাটির নিচে জন্মেছে অদ্ভুত আলু।
বাগান করা জয়া আহসানের শখ। জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে ইস্কাটনের বাসার ছাদ এবং ব্যালকোনিতে বাগান করেছেন তিনি। এই বাগানে আছে শতাধিক ফল ও সবজির গাছ।
করোনার অবসরে এই বাগান নিয়েই সময় কাটিয়েছেন তিনি।
নতুন গাছ লগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা করেছেন।
জয়া জানান, বাড়ির অন্যতম সদস্য প্রিয় কুকুর ক্লিওকে খাওয়ানোর জন্য বাসায় মিষ্টি আলু কিনে রেখেছিলেন। একসময় দেখেন সেই আলুতে চারা গজিয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলো ব্যালকনির বাগানে পুঁতে ফেলেন।
সাত মাস পর সেই আলু তুলতে গিয়ে বিস্মিত হন জয়া।
তিনি বলেন, করোনার একটু আগে পাতার জন্য, মূলত ছায়া হওয়ার জন্য কিছু গাছ লাগিয়েছিলাম। কদিন ধরে দেখি ব্যাগ ফেটে যাচ্ছে। আজ খুলে দেখি মিষ্টি আলুগুলো অনেক বড় হয়ে গেছে। একেকটা দুই কেজির কাছাকাছি। আমি গাছে কোনো সার দিইনি, তবু কেন এত বড় হলো, বুঝতে পারছি না। দেখে খুশি খুশি লাগছে।
প্রিয় কুকুর ক্লিওকেই আলুগুলো খাওয়াবেন বলে জানান তিনি।
জয়ার বাগানে আরো আছে চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। এমনকি বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও আছে।