রাজবাড়ীতে নিজের লুঙ্গীতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক কয়েদি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সদর কোর্ট হাজতে এ ঘটনা ঘটে।
মৃত আল আমিন মণ্ডল (৩২) অস্ত্রসহ তিন মামলার আসামি ছিলেন। তার বাড়ি জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামে।
রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, একটি অস্ত্র মামলায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আদালতে হাজির হওয়ার তারিখ ছিল আলামিনের। তাই তাকে জেলা কারাগার থেকে রাজবাড়ীর যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে তাকে কোর্ট পুলিশের হাজতে আনা হয়। তখন ওই হাজতে বিভিন্ন মামলায় অভিযুক্ত আরও ১২ জন আসামি ছিলো। দুপুর ৩টার দিকে হাজতের বাথরুমে গিয়ে নিজের লুঙ্গি ছিড়ে জিআই পাইপের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।