রাত ৩:৪৯ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম দেশ এবার সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ

এবার সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ

লিখেছেন adib jamal
Spread the love

বরিশাল উজিরপুর উপজেলায় সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত লিটন সরদার এখনও পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে করা মামলায় ওই নারীর স্বামী অভিযোগ করেন, ২২ অক্টোবর তিনি কাজের প্রয়োজনে ঢাকায় ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন সরদার ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় দেড় বছরের শিশুকন্যার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে লিটন গৃহবধূকে ধর্ষণ করে।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বুধবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

অভিযোগ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More