করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তে জানানো হয়; করোনা দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যগত নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকের পর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও।