ঢাকাই ছবির মিষ্টি মেয়ে মাহিয়া মাহির জন্মদিন আজ। জন্মদিন ঘটা করে পালন করা না হলেও এদিনে মাহিকে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন হাজারো ভক্ত অনুরাগী। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
মাহির কিছু ভক্ত দারুণ কিছু আয়োজনে সারপ্রাইজ দিলেন তাদের প্রিয় নায়িকাকে। অসংখ্য ভক্তরা একত্রিত হয়ে মাহির জন্মদিন পালন করলেন, কেক কাটলেন, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করেছেন।
মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ জগতের সাংবাদিকরাও। শুধু শুভেচ্ছা জানালেই কি হয়? অভিষেকেই বাজিমাত করা মাহির কাছে জানতে চাওয়া হয় জন্মদিনের পরিকল্পনা কী?
চটপট উত্তর দিলেন মাহি, জন্মদিনে তেমন কিছু করছি না। নেই কোনও আয়োজন। বাসাতেই আছি। বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। কিন্তু ভাবছি একটু পরে তাদের নিয়ে লং ড্রাইভে বের হব।
১৯৯৩ সালের আজকের দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাহিয়া মাহি জন্মগ্রহণ করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
২০১৩ সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। বর্তমানে ‘নবাব এলএলবি’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’, ও আশীর্বাদ’সহ বেশ কিছু ছবির শুটিঙয়ে ব্যস্ত সময় পার করছেন।