চুয়াডাঙ্গার ‘শিকড় সমাজকল্যাণ সংস্থা’র জীবননগর উপজেলা কার্যালয় পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুদুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি সংস্থার কার্যালয়টি পরিদর্শন করেন এবং সকল কার্যক্রম তদারকি করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অফিস পরিদর্শন শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিকড়ের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। শেষে তিনি সংস্থার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিকড়ের সেচ্ছাসেবী টিমের জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সাধারণ সম্পাদক লাবনী, নিশান, কবির আল চপল, রমজান আলী, সাদিয়া, রিয়াজ স্বণা, মিম, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ওমর আলী, মুন, সোহাগ, আব্দুল্লাহ, শাকিল, আঃ রহিম প্রমুখ।
এছাড়া, জেলা স্বেচ্ছাসেবী টিমের সভাপতি সাব্বির সামি মুহিত, সহ-সভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মদ, বাদশা, বিল্লালসহ অনেকে।
উল্লেখ্য, ‘শিকড় সমাজকল্যাণ সংস্থা’টি চুয়াডাঙ্গা জেলায় ২০০৯ সাল থেকে কল্যাণমূলক কর্মাকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে।