নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৬ বছর বয়সী এই বাবা রূপগঞ্জের আধলা এলাকার বাসিন্দা।
এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ভোলাব তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রোববার (২৫ অক্টোবর) সকালে ১৩ বছরের ওই কিশোরী মামলা করার পর তার বাবাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে এই বাবা তার ১৩ বছরের মেয়েকে বাড়ির পাশের আখক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় আজ রোববার সকাল ১১টার দিকে কিশোরী নিজেই থানায় এসে ধর্ষণচেষ্টার অভিযোগে দেন।