রাত ৪:০৫ শুক্রবার ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ২রা রমজান, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ পাকিস্তানের পথে তুরস্কের এন্টিসাবমেরিন যুদ্ধজাহাজ

পাকিস্তানের পথে তুরস্কের এন্টিসাবমেরিন যুদ্ধজাহাজ

লিখেছেন kajol khan
sheep_durantobd
Spread the love

 

তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শ্রেণির জাহাজ পাকিস্তান যাচ্ছে। রোববার (২৫ অক্টোবর) এটির যাত্রা শুরু করার কথা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে।

বিবৃতি বলা হয়েছে, পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক অনুষ্ঠানে যোগ দেবেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

এতে আরো বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে। কারোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্মাণকাজ বাধাগ্রস্ত হলেও প্রথম জাহাজটি ২০২৩ সালে পাকিস্তানকে হস্তান্তর করা হবে।

২০১৮ সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে চারটি মিলজেম শ্রেণির যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে। রাডার এড়িয়ে চলাচল করতে সক্ষম এসব যুদ্ধজাহাজ। ৯৯ মিটার দীর্ঘ মিলজেম যুদ্ধজাহাজ ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।

জাহাজ নির্মাণ শিল্পে সবচেয়ে অগ্রসহ বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে তুরস্ক অন্যতম।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More