গ্রিসে এক প্রবাসী বাংলাদেশীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হোসেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর দেশটির রাজধানী এথেন্সের আত্তিকা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি বাংলাদেশের হবিগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র।
পরিবারের দাবি টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন নিহতদের পরিবার।
জানা যায়, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন। সেখানে একটি চায়না কোম্পানিতে শ্রমিকের চাকরি করতেন।
সম্প্রতি নাজমুলের পরিবার জানতে পারে, মফিজুর রহমান নামের এক ব্যক্তি নাজমুলকে রাতে ঘুমের মধ্যে কোনো কিছু খাইয়ে অজ্ঞান করে মৃত ভেবে দূরে কোথাও ফেলে আসে। পরে তাকে সেখানের পুলিশ হাসপাতালে ভর্তি করে। এমন একটি ভিডিও বার্তাও পাওয়া গেছে।
তার পরিবারের দাবি, অনেক দিন ধরে কোনো যোগাযোগ করছিল না নাজমুল। পরে তারা জানতে পারেন ১২ সেপ্টেম্বর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার বিকালে সে মারা যায়।