এবার গাঁজাসহ আরেক ভারতীয় অভিনেত্রী গ্রেফতার হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে প্রীতিকা চৌহানকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে ফয়সাল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,
প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা। টেলিভিশনে তার অভিষেক হয় ২০১৫ সালে। ‘সাবধান ইন্ডিয়া’ এবং টিভি শো ‘সিআইডি’ তে অভিনয় করেছেন তিনি। ‘সংকটমোচন মহাবলি হনুমান’ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে।
এদিকে গত শুক্রবার কোকেন পাচারকারী চক্রে জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেতা অর্জুন রামপালের সঙ্গিনীর ভাই অজিসিলাওস ডেমেট্রিয়াদেশকে গ্রেফতার করেছে এনসিবি।
মুম্বাই মিররের বরাতে এই সময়ের খবরে বলা হয়েছে, বেআইনি মাদক সাপ্লাইয়ের জন্য শাহিল আলি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কিছুদিন পরেই গ্রেফতার করা হয় দক্ষিণ আফ্রিকার ওই নাগরিককে।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জোরেশোরে মাদক বিরোধী অভিযানে নামে এনসিবি। এরপর একে একে প্রায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে তারা। এর আগে সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
এছাড়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরকে মাদকে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।