রামাল্লার উত্তর-পূর্বে তুরমাস-আইয়া শহরের কাছে ইসরায়েলি সেনাদের নির্যাতনে আমের আবেদারলাহিম স্নোবার নামের এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। তবে ফিলিস্তিনি এ কিশোরকে প্রহারের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই তরুণ মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে যান। ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের পরিচালক আহমেদ আল-বিতাউই রোববার সকালে ফিলিস্তিনের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণে আহত হওয়ার ফলে স্নোবার মারা যান।
আহমেদ আল-বিতাউই বলেন, স্নোবারের ঘাড়ে মারধরের একাধিক চিহ্ন দেখা গেছে। তার শরীরে মারধরের চিহ্নগুলো রাইফেলের বাট দিয়ে আঘাত করার পর যে চিহ্ন হয় সেগুলোর মতো বলে জানিয়েছে চিকিৎসা কেন্দ্র।