কলকাতাভিত্তিক গান বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপ’তে অংশ নিয়ে দারুণ জনপ্রিয়তা পান মইনুল হাসান নোবেল। জি-বাংলা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই অনুষ্ঠানে নোবেলের গান হৃদয় কাড়ে লাখো কোটি দর্শকের। তবে বিগত বছরগুলোতে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন বহুবার। নিজের ভক্তদেরও রোষানলে পড়তে হয়েছে তাকে। মাঝখানে অনেকটা সময় নিভু নিভু করা নোবেল আবারও ফিরছেন।
তরুণ এই গায়ক সম্প্রতি নতুন করে গানে মনোযোগী হচ্ছেন। এরই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন; যার শিরোনাম ‘অভিনয়’। এরই মধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।
সাউন্ডটেক থেকে প্রকাশিত হতে যাওয়া ‘অভিনয়’ গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন।
নোবেলের জন্মদিন আগামী ৭ নভেম্বর। ওই দিনই গানটি প্রকাশ হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক জানিয়েছে।
নতুন এই গানটি প্রকাশের আগে নোবেল একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন; যেখানে তিনি তার বিগত দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। এছাড়া নতুন গানটি সম্পর্কেও জানাবেন।
শুধু ‘অভিনয়’ই না, দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে নতুন ২২টি গান গাইবেন দুই বাংলায় দারুণ জনপ্রিয় নোবেল। এ সংক্রান্ত চুক্তিও নাকি হয়ে গেছে।
সর্বশেষ গত বছর ৮ জুন ‘তামাশা’ নামে একটি গান প্রকাশ করেন নোবেল।