হৃদরোগে অসুস্থ হয়ে নয়াদিল্লীর হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবং ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মহামারির আগে সাম্প্রতিক সময়ে ৬১ বছর বয়সী কপিল সামাজিক অনুষ্ঠান এবং গলফ কোর্সে বেশ সক্রিয় ছিলেন।
সাবেক টেস্ট খেলোয়াড় ও ভারতীয় ক্রিকেটার্স সমিতির সভাপতি অশোক মালহোত্রা পিটিআইকে বলেন, ‘তার অবস্থা এখন ভালো। আমি কেবলমাত্র তার স্ত্রীর (রুমি) সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করেন। আমি কথা বলার সময় একটি হাসপাতালে তার চেকআপ করানো হচ্ছিল।’
নয়াদিল্লির ওখলা রোডের ফোর্টিস এসকর্টস হাসপাতাল এক বিবৃতিতে জানায়, ‘কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মধ্যরাতে তাকে চেকআপ এবং জরুরি করোনারি অ্যানজিওপ্লাস্টি করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমানে কপিল দেব ডা. অতুল মাথুর ও তার দলের তত্ত্বাবধানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল এবং দুই-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।’