জীবননগর অফিসঃ জাতীয় পাঠাগার আন্দোলন, বই পড়ি, পাঠাগার গড়ি এই স্লোগানকে সামনে রেখে তরুণ-তরুণীদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করার লক্ষে চুয়াডাঙ্গার উপজেলা জীবননগরে খোলা হাওয়া পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে জীবননগর পৌর সভার নারায়নপুর মোড়ে এ পাঠাগারের কাযলয়ের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. তুহিন আক্তার সোহেল, সাংবাদিক মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান মিলটন, জীবননগর খোলা হাওয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা তামান্না মাজান যুঁথিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।