ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাড়ি রাখার ‘অপরাধে’ ভারতের একজন মুসলিম পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম ইন্তেসার আলি।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, পুলিশ ড্রেস কোড অনুযায়ী, শিখ সম্প্রদায় ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের মানুষরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবেন না। ড্রেস কোডের নিয়ম ভাঙায় উত্তরপ্রদেশের বাগপত জেলার রামলালা পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইন্তেসার আলিকে বরখাস্ত করা হয়েছে।
বাগপতের পুলিশ সুপার অভিষেক সিং বলেন, অনুমতি ছাড়া দাড়ি রাখার জন্য আলীকে বরখাস্ত করা হয়েছে। এর আগে এই বিষয়ে তাঁকে শোকজও করার হয়েছিল। তারপরও কোনও কর্ণপাত করেননি, তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই আলীকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া এসআই ইন্তেসার আলী বলেন, গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু এতদিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি। ২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও তার জবাব পায়নি।