ক্রিকেটের ২২ গজে আরও কিছু দিন থাকতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
সেজন্যই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেও আনুষ্ঠানিক অবসরের ঘোষণাও দেননি তিনি। বরং জাতীয় দলের হয়ে আরও কিছুদিন ওয়ানডে খেলতে চান সেটা বিভিন্নভাবে আকার ইঙ্গিত দিয়েছন।
এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। সেজন্য চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপের দলেই নেই মাশরাফি।
যদিও তিনি কিছুদিন পর শুরু হতে যাওয়া টি-২০ টুর্নামেন্টে খেলবেন তিনি। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই কথা জানিয়েছেন।
সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করতে মিরপুর সিটি ক্লাব মাঠে রানিং শুরু করেছিলেন জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে শেষ খবর, বুধবার (২২ অক্টোবর) হঠাৎ হ্যামস্ট্রিং ইজুরির শিকার নড়াইল এক্সপ্রেস।
তার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির।