মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চায়না লেকে বিমান বাহিনীর একটি স্টেশনের কাছে জঙ্গিবিমানটি ভূপাতিত হয়। তবে জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ছিল। বিস্ফোরণের আগে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এখন সুস্থ আছেন। স্থানীয় অগ্নিনির্বাপণ বাহিনী দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, বিমানটি যেখানে ভূপাতিত হয়েছে সেখানে আগুন লেগেছিল। বিধ্বস্ত হওয়ার সময় জঙ্গিবিমানে বোমা ছিল। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।