সাত দিন পর করোনা মুক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে এখনও তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এখন করোনামুক্ত। পর পর দুটি রিপোর্টে তার করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আজ পেয়েছে। তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর সিএমএইচ-এ ভর্তি হন পরিকল্পনামন্ত্রী। এর পর থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।