জার্মানিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম কামরুল ইসলাম (৬০) মুকুল। স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে মারা যান। কামরুল ইসলাম মুকুলের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
তিনি স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে জার্মানিতে বসবাস করছিলেন। কামরুলের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কামরুল ইসলামের পারিবারিক বন্ধু আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কামরুল ইসলাম মুকুল করোনা আক্রান্ত অবস্থায় মারা গিয়েছেন। মুকুল অত্যন্ত স্বজ্জন, পরিচ্ছন্ন এবং একজন দ্বীনদার মানুষ ছিলেন।
এদিকে জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের পর থেকে জার্মানিতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী।
জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৬৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯০ হাজার জন। আর মারা গেছেন ৯ হাজার ৮৬০ জন।