ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ফাস্টবোলার ওমর গুল।
পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-২০ কাপে বেলুচিস্তানের শেষ ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি।
নিজের শেষ ম্যাচে অবশ্য বল হাতে আলো ছড়াতে পারেননি একসময় আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো গুল। সাউদার্ন পাঞ্জাব পাকিস্তানের বিপক্ষে ২ ওভারে রান দিয়েছেন ৩৪। পাননি কোন উইকেট।
তার দলও ৭ উইকেটে হেরে যায়। তবে ম্যাচ শেষে সতীর্থদের ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মানের চাদরে সিক্ত হয়েছেন গুল। আবেগপ্রবণ হয়ে পড়ে মাঠেই একাধিকবার কেঁদে ফেলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও গুলের চোখে ছিল অশ্রু।
পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-২০ খেলেছেন এই ফাস্ট বোলার। পাকিস্তানের বেশ কিছু রেকর্ড আছে তার।
বিশেষ করে টি-২০ ফরম্যাটে ছিলেন অনবদ্য। পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি টি-২০ উইকেট শিকার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তার শীর্ষে রয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।