আগামী ১১ অক্টোবর থেকে ওয়ানডে ফরম্যাটে তিন দলের একটি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দলকে নেতৃত্বে দেওয়া ক্রিকেটারদের নামেই দলগুলোর নামকরণ করা হয়েছে।
৫০ ওভারের টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতিতে হবে। সব ম্যাচই দিবারাত্রির ও বৃষ্টির কারণে রাখা হয়েছে রিজার্ভ ডে।
‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
মঙ্গলবার (০৬) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দলের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
নাজমুল হাসান শান্ত’র একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট কিপার), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
তামিম ইকবালের একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ মিঠুন (উইকেট কিপার), ইয়াসির আলী, আকবর আলী (উইকেট কিপার), আনামুল হক বিজয় (উইকেট কিপার), মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস (উইকেট কিপার) মুমিনুল হক সৌরভ, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্তুনজয় চৌধুরী, মেহেদি হাসান, রকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।