ঢাকা-৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এর আগে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলো ২০ জন। বাছাই শেষে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম মনুকে চূড়ান্ত করলো আওয়ামী লীগ।
আর নওগাঁ-৬ আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়ন নিয়েছিলেন ৩৪ জন। বাছাই শেষে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলালকে চূড়ান্ত মনোনয়ন দিলো দলটি।
উল্লেখ্য, গত ৬ই মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭শে জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি।