বিশ্বজুড়ে করোনা সংক্রমণের পর থেকেই সব দেশেই প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় অফিস, মলসহ জনবহুল স্থানে বসানো শুরু হয়েছিল স্যানিটাইজেশন টানেল। এই টানেল বা গেটের মধ্যে দিয়ে গেলেই স্যানিটাইজড হয়ে যায় গোটা শরীর। এমনটাই দাবি করা হচ্ছিল। কিন্তু আদৌ কি এই ব্যবস্থা মানব শরীরের পক্ষে নিরাপদ? সেইসাথে হাতে স্যানিটাজার মেখে ভাইরাসকে মোকাবেলার চেষ্টা তো ছিলই।
স্যানিটাইজেশন টানেলের এইসব দিক উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় গত ১২ আগস্ট এনিয়ে কেন্দ্রের মতামত জানতে চায় শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে স্যানিটাইজেশন টানেল সম্পর্কে জানাতে চায় সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। আজ সোমবার সেই মামলায় এই টানেল বন্ধের কথা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
এ বিষয়ে সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল বলেন, গোটা দেশে স্যানিটাইজেশন টানেল নিষিদ্ধ করে দেবে কেন্দ্র। কারণ এই ধরনের টানেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই ধরনের টানেল ব্যবহার করতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে।
কেন্দ্রের তরফে ওই কথা শোনার পরই আদালতের প্রশ্ন, স্যানিটাইজেশন টানেল যদি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয় তাহলে তা নিষিদ্ধ করা হচ্ছে না কেন! সলিসিটার জেনারেল বলেন, এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা মঙ্গলবারই জারি করা হবে।