করোনাভাইরাসে সংক্রমণে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতেই ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। এখন সামনে শুধুই আমেরিকা। আর ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা, আমেরিকাকে টপকাতে খুব বেশি দেরি নেই।
গতকাল রোববার দেশটিতে নতুন করে ৯১ হাজারের বেশি করোনা শনাক্ত হওয়ায় দেশটিতে এখন মোট শনাক্ত ৪২ লাখ ছাড়িয়েছে।
নতুন এক হাজার ৮ জনসহ দেশটিতে মোট মৃত্যু ৭১ হাজারের বেশি। এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে পাঞ্জাবের লুধিয়ানায় একটি অনুষ্ঠানে যোগ দেয়ায় প্রায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।
এদিকে, ব্রাজিলে দৈনিক করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। দেশটিতে নতুন ১৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৪১ লাখের বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৩২ জনের মৃত্যু এবং ৩১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৬৪ লাখের বেশি এবং মৃত্যু এক লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।
বিশ্বে করোনায় মৃত্যু এখন ৮ লাখ ৮৭ হাজারের বেশি। শনাক্ত দুই কোটি ৭২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ এক কোটি ৯৩ লাখ ৬৭ হাজারের বেশি।
অন্যদিকে, নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিলেও দিল্লিবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরীক্ষার সংখ্যা বাড়ানোতেই এই বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি।
কেজরিওয়ালের কথায়, ‘দিল্লিতে করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এতে উল্লসিত হওয়ার কিছু নেই। আবার আতঙ্কিত হওয়ারও কারণ নেই। আমরা নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ করেছি, তাই দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ছে।