প্রেমে পড়তে তার জুড়ি নেই! জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, ফের নতুন সম্পর্ক গড়েছেন তারও ইয়ত্তা নেই। এবার প্রেমে পড়েছেন তারই ব্যক্তিগত দেহরক্ষীর। বলছিলাম হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের কথা।
জানা গেছে, ৫৩ বছর বয়সী পামেলার ৪০ বছর বয়সী বডিগার্ড দুই বছর ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। মার্চে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন দুজন। আর সেখান থেকেই দুজন সম্পর্কে জড়িয়েছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। এমনকি বডিগার্ডকে নিয়ে সংসার পাতার কথাও ভাবছেন পামেলা।
প্রসঙ্গত, পামেলা অ্যান্ডারসন নাকি এর আগেও আরো চারবার বিয়ে করেছিলেন। যার সব গুলোই ভেঙে গিয়েছিলো। চলতি বছরের শুরুতেও নাকি বিয়ে করেছিলেন তিনি। তবে সে বিয়ে টিকেছিল মোটে ১২ দিন।