দুপুর ২:৩২ বুধবার ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিনোদন সাফল‍্যের বরপুত্র নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী আজ

সাফল‍্যের বরপুত্র নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী আজ

লিখেছেন kajol khan
salman_durnatobd
Spread the love

 

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশের চলচ্চিত্রের ৯০’র দশকের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় নায়ক সালমান শাহর ২৪তম মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক-ভাবে মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত মুক্তি’ পায়। একই সিনেমাতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।

সালমান শাহ্‌ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তার স্ত্রীর নাম সামিরা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনো কাটেনি। পরিবারের দাবি তাকে মারা হয়েছে।

সালমান শাহ অভিনীত ছবিগুরোর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু ও বুকের ভেতর আগুন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More