অবশেষ প্রকাশিত হয়েছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। আসরের ১৩তম আসরটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ মেহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সর্বশেষ আসরের ফাইনাল ম্যাচেও দল দুটি মুখোমুখি হয়েছিল। যেখানে ধোনিদের হারিয়ে শিরোপা জেতে মুম্বাই। তাই বলা যেতে পারে, যেখান থেকে গত আসর শেষ হয়েছিল সেখান থেকেই ১৩তম আসর শুরু করতে যাচ্ছে আইপিএল।
আইপিএল শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। অথচ, পূর্ণাঙ্গ সূচি নির্ধারণ করতে না পারায় বাজেভাবে সমালোচনা হচ্ছিল আইপিএল গভর্নিং কমিটির। অবশেষে রোববার আসরে সূচি ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় সাহা।
আইপিএলের সূচি থেকে দেখা যাচ্ছে যে, এবারের দলগুলোর জন্য কোনো হোম এবং অ্যাওয়ে ভেনু নেই। মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। সবচেয়ে বেশি ২৪টি ম্যাচ হবে দু্বাইয়ে, ২০ ম্যাচ পরিচালনা করবে আবুধাবি ও ১২টি ম্যাচ হবে শারজাহতে।
আইপিএলের প্রকাশিত সূচিতে কেবল লিগ পর্যায় পর্যন্ত ম্যাচগুলির সময় দেওয়া আছে। প্লে অফ এবং ফাইনালের সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় সাহা।