তার শরীর জুড়ে মাতৃত্বের ছাপ। ঠিক এমন অবস্থাতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে তিনি একা নন, সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তীও। একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করেছেন এই তারকা দম্পতি।
ইদানিং, বলিউডে অন্তঃসত্ত্বা নায়িকাদের শুটিং করতে দেখা যায় তবে বাংলায় সম্ভবত এই প্রথম। এদিকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় হয়ে গেছে। ফলে, চক্রবর্তী দম্পতিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
অন্তঃসত্ত্বা হয়েও বিজ্ঞাপন? এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, প্রযোজনা সংস্থা এসভিএফের যৌথ উদ্যোগে তৈরি এই বিজ্ঞাপন আমার জীবনের গল্পই বলবে। তাই শুটিং করেছি।