সীমান্ত যুদ্ধে চীনের বিপক্ষে হারের শোধটা ডিজিটাল পদ্ধতিতে নিচ্ছে ভারত। পাবজিসহ চীনের জনপ্রিয় ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এতে খুশি হয়েছেন বেশিরভাগ পিতামাতাই। পাবজি না খেলে এখন পড়াশোনায় মন দেবে শিক্ষার্থীরা। তবে হিতে বিপরীতও হবার ঘটনা দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার প্রীতম হালদার নামে এক শিক্ষার্থী পাবজি না খেলতে পারার কারণে আত্মহত্যা করেছেন। প্রীতমের মা জানিয়েছেন, পাবজি না খেলতে পেরে মন খারাপ করে থাকতো সে। এই কারণেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারে। । তবে এ ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার দুপুরে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় প্রীতমের দেহ উদ্ধার করেন তার মা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রীতম কল্যাণীর আইটিআইয়ে লেখাপড়া করত।