দেশে করোনা ভাইরাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্কুলে আনতে পারি না। আমরা দুইটা পরিকল্পনা নিয়েছি। একটি হচ্ছে অক্টোবর খোলা হলে আরেকটি হচ্ছে নভেম্বর খোলা হলে। আর এ বছর স্কুল খোলা না হলে পরীক্ষাও হবে না।