করোনায় বিপর্যস্ত ভারত। সংক্রমণে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। এমন বিপর্যয়ের মধ্যে দেশটিতে ঘটেছে একটি ন্যক্কারজনক ঘটনা।
করোনা আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করেছেন এক অ্যাম্বুলেন্স চালক।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে।
পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ অনলাইনের খবরে বলা হয়েছে, ওই অ্যাম্বুলেন্স চারক দু’জন রোগীকে ভিন্ন দু’টি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর ওই তরণীকে হাসপাতালে না নিয়ে একটি ফাঁকা মাঠে নিয়ে যান।
সেখানেই করোনা আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। এরিমধ্যে তাকে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতে করোনা আক্রান্ত কোন নারীকে যৌন হেনস্থার ঘটনা এটাই প্রথম না। এর আগে গত জুলাই মাসে দিল্লিতে এক করোনা আক্রান্ত নারীকে ধর্ষণের অপরাধে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ।