দুপুর ২:৩২ বুধবার ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ নারী থেকে পুরুষ হয়ে বিয়েও করলেন সুলতানা!

নারী থেকে পুরুষ হয়ে বিয়েও করলেন সুলতানা!

লিখেছেন sabbri sami
Spread the love

ভালবাসার মানুষটির সঙ্গে দাম্পত্য জীবন কাটাতে নারী থেকে পুরুষ হলেন শাহরিয়ার সুলতানা। পুরুষ হয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছেন। গত ৩০ আগস্ট ঘরেও তুলেছেন তাকে। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায়।

এলাকাবাসী জানান, বড়াইগ্রাম থানাধীন লক্ষীকোল বাজারের বাসিন্দা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক সাজেদুর রহমানের সংসারের ৩৫ বছর আগে জন্ম নেন শাহরিয়ার সুলতানা। তবে শাহরিয়ার সুলতানা কলেজে পড়া অবস্থায় তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়।

এই পরিস্থিতিতে বিএ পাশ করে বাড়িতেই থাকতেন শাহরিয়ার সুলতানা। এরমধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মত হয়ে যায়।

শাহরিয়ার সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ বছর আগে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আমি তাকে আমার সমস্যার গুলো জানাই। এগিয়ে আসে সে আমার পাশে। চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয় সে। পাশাপাশি চিকিৎসার জন্য অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে সে।

একবছর আগে ভারতে নিউ দিল্লির একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করেন তিনি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন তিন।

শাহরিয়ার সুলতানা বলেন, তার বর্তমান নাম রেখেছেন শাহরিয়ার জাইন। সম্পূর্ণ পরুষ হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক আরো শক্ত হয়। আমরা ২ জনই আমাদের বিয়ের বিষয়ে উভয় পরিবারকে জানাই। ২টি পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট তাদের বিয়ে হয়েছে।

মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার জাইনের সততা তাকে মুগ্ধ করছে। পাশাপাশি তাকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছেন। তবে বিয়ের পর তারা সুখেই আছেন বলে জানান তিনি। মাহবুবা আক্তার তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More