করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরইমধ্যে মরুর দেশে পৌঁছেছে সবকটি দল অনুশীলন শুরু করেছে।
এবারের আসরে লাসিথ মালিঙ্গার বদলি হিসেবে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নিতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর কাটার মাস্টারকে প্রস্তাব দেওয়া শাহরুখের কলকাতা এখনও বিকল্প হিসেবে কাউকে দলে নিতে পারেনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র না পাওয়ায় মোস্তাফিজের জায়গায় আইপিএলের রেকর্ড চারবারের শিরোপাজয়ীরা নিয়েছে জেমস প্যাটিনসনকে।
আর কলকাতা নাইট রাইডার্স ইংলিশ পেসার হ্যারি গার্নির বিকল্প এখনো খুঁজে পায়নি। দুইবারের চ্যাম্পিয়নদের পছন্দের তালিকায় সবার আগে ছিল মোস্তাফিজের নাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরের জন্য হওয়া নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। ১ কোটি রুপির ভিত্তি মূল্যে গত বছরের ডিসেম্বরে হওয়া নিলামে এই বাঁহাতি পেসারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চইজি।
অবশ্য গত মার্চে রাজস্থান রয়্যালসের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন। করোনা মহামারির কারণে সে সুযোগ কাজে লাগাতে পারেননি।
অন্যদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে রওনা দেবে ২৭ সেপ্টেম্বর। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট ২৩ অক্টোবর।