বার্সেলোনার সমর্থকদের জন্য স্বস্তির সংবাদ হলো কাতালান ক্লাবটিতেই থাকছেন মেসি। আর্জেন্টাইন তারকাদলবদল করতে চাইলেও ক্লাব ও লা লিগা কতৃপক্ষের অনমনীয় মনোভাবে কারণে আপাতত বার্সেলোনা ছাড়তে পারছেন না তিনি। নিজে না চাইলেও মূলত স্ত্রী-সন্তানদের মুখের দিকে তাকিয়েই নতুন ক্লাবে যাওয়া হলো না তার। ফুটবলের প্রভাবশালী সংবাদমাধ্রম গোলডটকমকে মেসি জানিয়েছেন তার বার্সেলোনা না ছাড়ার কারণ।
আপাতত অন্য কোনো ক্লাবে না যাওয়ার কারণ হিসেবে মেসি বলেন, ‘আমি যখন ক্লাব ছাড়ার ইচ্ছার বিষয়টি আমার স্ত্রী এবং সন্তানদের জানাই, এটা ছিলো নিষ্ঠুর একটা নাটক। পুরো পরিবার কাঁদতে শুরু করলো। ’
মেসি চাইলেও তার পরিবার বার্সেলোনা ছাড়তে চায় না বলে জানান তিনি। ‘আমার সন্তানরা বার্সেলোনা ছাড়তে চায় না, তারা স্কুলও পরিবর্তন করতে চায় না। মাতেও এখনও অনেক ছোট সে বোঝে না নতুন কোথাও যাওয়ার মানে কি। থিয়েগো কিছুটা বড়। সে টিভিতে কিছু শুনে কাঁদতে কাঁদতে আমাকে এসে বলে, আমরা কোথাও যাবো না। এটা খুবই কঠিন এক পরিস্থিতি ছিল। ’