সকাল ৯:২৫ শনিবার ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম খেলা ‘বার্সেলোনায় আমি আর সুখ পাই না’

‘বার্সেলোনায় আমি আর সুখ পাই না’

লিখেছেন Fahmid Souror
Spread the love

ফুটবলের সুখের ঘরে যেন কারো নজর লেগেছে।  বিশ্বের সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনায় চলছে মাতম।  দলটির তারার হাট ভেঙে যেতে বসেছে। ইতিমধ্যে লুইস সুয়ারেজ ক্লাব ছেড়েছেন। মেসিও যাবো যাবো করছেন।  সব মিলিয়ে ভালো নেই বার্সা সমর্থকরা।  এদিকে মেসি জানিয়েছেন, বার্সেলোয় সুখে নেই তিনি। ফুটবলের জনপ্রিয় ও পাঠক সমাদৃত সংবাদমাধ্যম ‘গোলডটকম’কে মেসি জানিয়েছেন তার কষ্টের কথা।

মেসি জানান, মানুষ যখন না জেনে ভুল ও মনগড়া তথ্য প্রচার করে সেটা তাকে কষ্ট দেয়।  তিনি বলেন, ‘মানুষ ভাবে আমি আমি আমার লাভের জন্য বার্সেলোনাকে আদালাতে তুলবো।  এটা আমাকে কষ্ট দেয় যখন এসব মিথ্যা তথ্য প্রকাশিত হয়। ’

মেসি জানান, তিনি কখনই বার্সেলোনাকে আদালাতে তুলতে চান না।  তিনি বলেন, ‘আমি এটা করতেই পারি না।  আমি এই ক্লাবটিকে ভালোবাসি।  দল ছাড়ার বিষয়টি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটা আমার অধিকার।  আমি জানি এর ফলও ভোগ করতে হবে আমাকে।’

বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে মেসি বলেন, ‘আমি অন্য কোথাও যেতে চাই কারণ আমি শেষ বছরগুলি সুখে কাটাতে চাই। এখানে আমি আর সুখ খুঁজে পাই না।’

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More