মেসি ছাড়া বার্সেলোনাকে যেন কল্পনাই করা যায় না। মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হৃদয় ভেঙে গেছে ক্লাবটির ভক্ত সমর্থকদের। তবে আশার কথা হচ্ছে যে, এখনই স্পেনের অন্যতম সফল ক্লাবটি ছাড়ছেন না মেসি। আরো অন্তত একটি মৌসুম বার্সার জার্সি গায়েই দেখা যাবে তাকে।
মেসি বরাবরই বলে এসেছেন বার্সেলোনা তার জীবনের একটি অংশ। তবুও কেন ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে গেলেন তিনি। মেসি জানিয়েছেন, তার মনে হয়েছে এখনই তার ক্লাব ছাড়ার উপযুক্ত সময়। তরুন ফুটবলার দরকার ক্লাবটির। তার নিজেরও নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে।’
ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরও মেসি জানিয়েছেন, বার্সেলোনাই তার জীবনের সবকিছু। তিনি বলেন, ‘এই ক্লাবটিকে আমি ভালোবাসি। আমি এখানে আসার পর থেকে এই ক্লাবটি আমাকে সবকিছু দিয়েছে। এটি আমার জীবনের ক্লাব, এখানে এসে আমি আমার জীবন পেয়িছি।’ বার্সা আমাকে সবকিছু দিয়েছে, আমিও বার্সাকে আমার সবকিছু দিয়েছি। ’
মেসি জানিয়েছেন বার্সেলোনায় থাকার শেষ দিন পর্যন্ত তিনি তার সবোর্চ্চটুকু দিয়ে খেলবেন। তিনি বলেন, ‘আমি বার্সেলোনাতেই থাকবো এবং আমার দৃষ্টিভঙ্গি একটু্ও বদলাবে না যদিও আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম। আমি আমার সেরাটুকুই দেবো।’
মেসি জানালেন এখনো তার জয়ের ক্ষুধা আগের মতোই আছে। তিনি বলেন, ‘আমি হারতে চাই না, সবসময় জিততে চেয়েছি। আমি ক্লাব, ড্রেসিংরুম ও নিজের জন্য সেরাটাই দিতে চাই।‘ মেসি আরো জানান, তিনি বার্সেলোনায় না থাকলেও দলটির জন্য তার ভালোবাসা কখনই কমবে না।