লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘটনায় একের পর এক সিদ্ধান্ত বদল হচ্ছে। যদিও এখনও কোনো সমাধানে আসেনি। মেসি কি শেষ পর্যন্ত বার্সা ছাড়ছেন নাকি থেকে যাচ্ছেন ; এই ব্যাপারটি এখনও ধোঁয়াশায়।
এ বিষয়ে মেসির বাবা জর্জ মেসি বলেছেন, মেসির বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতালির সংবাদ মাধ্যম মিডিয়াসেট এমনটাই দাবি করেছে।
মেসির বাবা আরো বলেন, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২১ মৌসুম পর্যন্ত বার্সায় খেলতে পারেন মেসি। দুই পক্ষ এ ব্যাপারে একমত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, মেসির ভাই ও তার পরামর্শক রদ্রিগো মেসিও একই রকম মন্তব্য করেছেন। মেসির চাচাতো ভাই মেক্সি বায়ানকুচিও বলেছেন, ‘মেসি বার্সা ছাড়ছে কি-না এ বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত নই। আমার কাছে, মেসির বার্সাকে বিদায় বলার বিষয়টি পুরোপুরি পরিষ্কার মনে হচ্ছে না।’
মেসি পক্ষের আরেক সংবাদ মাধ্যম আর্জেন্টিনার টিওয়াইসির সাংবাদিক মার্টিন আরেভাল বলেছেন, মেসির বার্সায় থাকার সম্ভাবনা এখন ৯০ শতাংশ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা ক্লাবকে জানান মেসি। এরপর তার গন্তব্য নিয়ে নানা মন্তব্য শুরু হয়েছে। ক্লাবের ঊর্ধ্বতন পর্যায় থেকেও তাকে ধরে রাখার চেষ্টা চলছে বলে জানা গেছে।