বার্সেলোনা ও লা লিগা কতৃপক্ষের অনমনীয় মনোভাবে কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টাতে হলো লিওনেল মেসিকে। বার্সেলোনাতেই থাকতে যাচ্ছেন ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলারটি। তবে আর একটি মাত্র মৌসুমেই বার্সায় থাকবেন মেসি। ৩০ জুন ২০২১ পর্যন্ত ক্লাবটির সঙ্গে মেসির নতুন চুক্তি রয়েছে। সে পর্যন্ত কাতালান ক্লাবটিতে খেলবেন তিনি। এরপরই উড়াল দেবেন নতুন কোনো ঠিকানায়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমন তথ্যই জানিয়েছে।
গত কয়েকদিন আগে বার্সেলোনা কতৃপক্ষকে বুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরই শুরু হয় বার্সা-মেসি দ্বন্দ্ব। মেসি ক্লাব ছাড়তে চাইলেও রিলিজ ক্লজের কারণ দেখিয়ে মেসিকে আটকাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা।
মেসির পক্ষ থেকে বাবা হোর্হে মেসি ও তার আইনজীবী ক্লাব কতৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। রিলিজ ক্লাজের আপত্তি মানতে নারাজ ছিলেন মেসির বাবা। তাদের দাবি ছিল ফ্রি ট্রান্সফার দিতে হবে মেসিকে। তবে ক্লাবের পক্ষ থেকে পরিস্কার বলে দেয়া হয়েছে, মেসিকে কেউ দলে ভেড়াতে চাইলে তার বাই আউট ক্লজ ৭০০ কোটি ইউরো পরিশোধ করতেই হবে। বার্সা ও লা লিগা কতৃপক্ষের অনমনীয়তার কারণে শেষ পর্যন্ত হার স্বীকার করতে মেসিদেরই অগ্যতা আর একটি মৌসুম মেসিকে বার্সাতেই কাটানোর সিদ্ধান্ত নেন বাবা হোর্সে মেসি।