অস্ট্রেলিয়ার ব্রিসবেন ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। দুই সাপের মারামারিতে লণ্ডভণ্ড হয়েছে ডেভিড টেট নামের এক ব্যক্তির রান্নাঘর।
ব্রিসবেনে থাকেন ডেভিড টেট। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন অদ্ভুত এক ঘটনা। দেখলেন রান্না ঘরের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সিলিংয়ের ভাঙা অংশ পড়ে রয়েছে খাবার টেবিলের উপর। এমন কাণ্ড কে ঘটালো তা জানতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে দেখতে পেলেন দুইটা বিশালাকার পাইথন লুকিয়ে রয়েছে বেডরুম ও ড্রয়িংরুমে।
তার পর উদ্ধারকর্মীরা এসে নিয়ে যায় পুরুষ পাইথন দুটিকে। ব্রিসবেন নর্থ স্নেক ক্যাচার্স অ্যান্ড রিলোকেশনের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।
জানা গেছে, ওই পুরুষ পাইথন দু’টির একটি প্রায় ৯ ফুট ও অপরটি প্রায় ৮ ফুট লম্বা। তাদের একত্রে ওজন প্রায় ৪৫ কেজি।
ডেভিড টেট বাড়ির ভিতর সাপের তাণ্ডব নিয়ে মঙ্গলবার সে দেশের এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘‘ঝড় বৃষ্টি হয়নি। তাই বাড়ি ঢুকে এই অবস্থা দেখে, আমি খোঁজাখুঁজি শুরু করি। তখনই বেডরুমে ও ড্রয়িং রুমে দু’টো পাইথনকে লুকিয়ে থাকতে দেখি।’