বৃহস্পতিবার রাতে জার্মানির মার্সিডিজ বেঞ্জ এরেনায় নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও স্পেন। মাঠের খেলায় জার্মানির চেয়ে এগিয়ে ছিল স্পেন। কিন্তু গোলটি আগে করে জার্মানরা। তবে ম্যাচের একদম শেষ মিনিটের গোলে ড্র করতে পেরেছে স্প্যানিশরা।
দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ। কিন্তু মাঠের খেলায় তেমন বোঝা যায়নি সেটা। যদিও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে দুই দলই। যে কারণে প্রথমার্ধ থেকে যায় পুরোপুরি গোলশূন্য। ৫১ মিনিটের মাথায় সতীর্থ রবিন গোজেন্সের বাড়ানো বলে ম্যাচের প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফরোয়ার্ড টিমো ওয়ের্নার।
মিনিট দশেক পর অবশ্য আরেকটি সুযোগ হাতছাড়া করেন ওয়ের্নার। মনে হচ্ছিল, ওয়ের্নারের এক গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি যোগ করা সময়েরও শেষ মিনিটে জার্মানদের হতাশায় ডোবান হোসে লুইস গায়া। তার আলতো টোকায় ভাগাভাগি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানির।