রাত ১২:২৮ শনিবার ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিনোদন আবারও অভিনয়ে ফিরেছেন এ্যানি খান!

আবারও অভিনয়ে ফিরেছেন এ্যানি খান!

লিখেছেন sayeed
Spread the love

বেশ ঘটা করে ফেসবুক লাইভে এসে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। একজন ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ জানা গেল তিনি আবারও ফিরে এসেছেন শোবিজ অংগনে। নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ধারাবাহিক চা’পাবা’জ’র শুটিং করেছেন।

২০ জুন ফেসবুক লাইভে এসে এ্যানি খান বলেন, গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম শিখছি।

আর মিডিয়া আমাকে টানছে না, তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রতিদিন মৃত্যুর খবর যেভাবে শুনছি, এত মৃত্যুর খবর আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি, আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে করে অনেক কিছুতে বিধিনিষেধ চলে আসছে।

দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানিনা। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তাভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না।

এ্যানি খানের নাটকে ফেরা  প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, তার নাটকের অসমাপ্ত কাজ শেষ করতেই আবারও শুটিং করেছেন এ্যানি খান। দেশে করোনা মহামারি শেষ হয়ে যাওয়ার পর এ্যানি আবারও গ্ল্যামার জগতে নিয়মিত হবেন। কিন্তু এ ব্যাপারে অভিনেত্রী এ্যন খানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More