করোনা ভাইরাস থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সামাজিক ও শারিরীক সম্পর্ক বজায় রেখেও মরণব্যাধী এই সংক্রমণ থেকে বাঁচা যাচ্ছে না। করোনার প্রকোপ থেকে বাচতে এবার যৌন সম্পর্কের সময় মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিলেন কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার থেরেসা তাম। সেই সাথে যৌনতার সময় চুম্বন এড়ানোরও পরামর্শ দেন তিনি।
করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার উপায় বলতে গিয়ে থেরেসা তাম জানিয়েছেন, ভ্যাজাইনাল ফ্লইড থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে সঙ্গীর সাথে উত্তেজনাকর মুহূর্তে চুম্বন করলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি থাকে। সেই কারণে যৌনতার সময় চুম্বন এড়িয়ে যেতে অনুরোধ করেছেন তিনি।
ডা. থেরেসো তাম বলেন, ‘করোনার সময় যৌনতা সমস্যা তৈরি করতে পারে। কয়েকটি উপায়ে আপনি কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে পারেন। চুম্বন বন্ধ করুন, মুখোমুখি অন্তরঙ্গতার সময় মাস্ক ব্যবহার করুন এবং যৌনতার পূর্বে আপনার সঙ্গীর লক্ষণ পর্যবেক্ষণ করুন।
করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য আপাতত নিজেকে সঙ্গী থেকে আলাদা থাকারই পরামর্শ দিয়েছেন তিনি।